করোনা যুদ্ধ বনাম লকডাউন…

করোনা নিয়ে নানান কথা হচ্ছে বটে। কিন্তু কে কতটা নিতে পারছে সেটাই হল দেখার। একটু ভেঙেই বলি তাহলে.... ফাস্টেই বলি, সেলিব্রিটিদের কথা তাদের কিনতু বেশ একটা আনন্দের দিন এসেছে বটে তাদের সাধারন মানুষের বিনোদন জন্য নিরলস প্রচেষ্টায় নিজেদের জন্য সময় পাওয়া দুসকর তাই তারা বেশ সুন্দর করে দিন গুলো কাটাচ্ছে, রান্না করে, সেলফি তুলে,নাচগান করে।অবশ্যই ইন্টারনেট এর দৌলতে আমরাও বেশ উপভোগ করছি তাদের কাটানো জীবনযাপন....

এবার আসা যাক, তাদের কথায় যারা সারাদিন রাস্তায় টহল দিছছেন আমাদের তারা হলেন পুলিশ কর্মকর্তারা তারা চেষ্টায় কোন ত্রুটি রাখছেন না মানুষকে বলতে আপনারা “বাড়িতে থাকুন”। কিন্তু আমরা তো বাইরে বেরবোই না সেটা নিজের পুরোনো ডাক্তারি কাগজ নিয়েই নাহয় হল তাতেই বা কি??? আমি বলি কি পুলিশ কাকু আমাদের কিন্তু না বোঝানোই ভাল এই গরমে আপনারাও একটু জিরিয়ে নিন বইকি😄

এবার আসি পাড়ার দাদা-দিদি যারা নেতা নেত্রি দের সুবাদে চাল,ডাল,আলু বিতরন করতে করতে খুব ক্লান্ত হচ্ছেন বটে কিন্তু ফেসবুক এ পোস্ট করার বেলায় অক্লান্ত ভাবে করছেন বটে😉

এবার কিছু ধনী লোক এর কথায় আসি, তারাও কিন্তু এনজয় করছেন পরিস্থিতি টাকে, টাকা পয়সা যে ভালোই জমিয়েছে সেটা বোঝা যাচ্ছে বড়ো বড়ো মুদি দোকান এ (বিগ বাজার বা মোর এর মত আরকি) গিয়ে এমন ভাবে তারা জিনিস কেনাকাটি করছেন সেটা দেখে আমি ভাবছি দুরভিখ্য এল বলে🙄

মধ্যবিও রাই বা বাদ যায় কেন….. তারা কিন্তু বেশ চিন্তিত 🤔কারণ টা হল গিয়ে তারা আছে একটা এমন জায়গায় যেখান থেকে সরকারি সাহায্য(মানে ওই চাল,ডাল,আলু আরকি) তারা পাবে না আবার সেটা পাওয়া গেলে ও নেওয়া যায় না কারণ পাড়ার কাকিমা পিসিমারা নিনদা করবে যে, আবার এত টাকাও নেই যে ৬-৭ মাসের দোকান সদাই করা যাবে, আবার আরও চিন্তা পরের মাসের বেতন টা ঠিক করে পাওয়া যাবে তো, যদিও পাওয়া যায় পুরো টা যদি না দেয় ইত্যাদি ইত্যাদি…. এ থেকে বোঝা যায় যে বেশি বিপদ এ আমরা মানে মধ্যবিও রাই আছি

আর নিম্নবিও রা তারা তো না বোঝে করোনা না বোঝে লকডাউন, তারা রাতে ভাবছে কাল সকাল হলেই রেশনের লাইনে দাড়াতে হবে চাতক পাখি র মতো….

সবার চেয়ে আনন্দ নিয়ে বাচছে আমাদের প্রকৃতি, যে কিনা চুপিচুপি হাসছে এই ভেবে যে কতই না জবদ করেছি মানুষ নামক জীব কে……🤗🤗🤗🤗

Leave a comment