আজকাল কার যুগে আমাদের সকলেরই একজন নাহলে দুজন করে সন্তান। খুব ছোট সংসার, ছোট একটা বাড়ি,বাচচারা যে খেলবে সেই জায়গাটা নেই, আমাদের পারিবারিক বলুন আর পারিপার্শ্বিক ই বলুন গন্ডিটা খুব ছোট হয়ে এসেছে। এমতাবস্থায় দাঁড়িয়ে বাচ্চাগুলো ও নিজেদেরেকে তাদের একটা গন্ডির মধ্যে বেঁধে ফেলছে।তাদের জগৎ এখন ফোন আর কম্পিউটার এর মধ্যে আবদ্ধ। যদিও দোষ তাদের নয়, আমরাই করি এহেন কাজ…….।কমপিটিশন এর চককরে আমরাই শৈশব কেড়ে নিয়েছি।নিজেদের ব্যর্থতা চাপিয়ে দি ওদের ওপর…..।আর সেইজন্যই বাচচা গুলো হয়ে যায় জেদী, বদমেজাজি, তর্কবাজ,ডিপ্রেশনে ভোগে ওরা….. আর আমরা ওদের নাম দিই তখন বেয়াদব, বেয়াড়া,ইত্যাদি ইত্যাদি। আমরা বাবা মায়েরা ভুলে বসি যে ওরা আজ আমাদের জন্যই এরকম……

এইসকল শিশুদের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য দেখা যায় যেমন এরা দেখবেন অল্পেতেই রেগে যায়, প্রচনড জেদ,বাবামা যেকোনো গুরুজনের কথাই তাদের খারাপ লাগে বইকি, বলা বাহুল্য যেটা আমার ও লাগতো।ঘরে একা থাকতে এরা বেশি পছন্দ করে, নিজের ভিতর নিজেকে গুটিয়ে রাখতে বেশি পছন্দ করে।

আমরা বাবা মায়েদের এই সময়ে অনেক নরম হয়ে পরিস্থিতি টাকে হ্যানডেল করা দরকার কারণ এইসময় মাথা গরম এর ফল শোচনীয় হতে পারে তা মাথায় রাখা দরকার। আমরা আসলে বাবা-মা রা বড্ড অসহায় হয়ে পড়ি। হওয়া টাই তো স্বাভাবিক…..

প্রথমেই বাবা মাকে যেটা করতে হবে সেটা হল, শিশু, কিশোর, কিশোরী যেই হোক না কেন আপনার সন্তান এর ভালো বন্ধু হওয়ার চেষ্টা করা দরকার, আমি আমার জীবন এর অভিজ্ঞতা দিয়ে বলতে পারি বাবা মা যদি ভালো বন্ধু হয় না তাহলে বাইরের কাওকে আর লাগে না… ঠিক করুক ভুল করুক সেটা আপনি জানতে পারবেন। নাহলে না ওরাও অনেক অসহায় বোধ করে এখন আপনি যেটা করছেন….

কিছুটা বড় হওয়ার পরে আমরা বাবা-মা রা ছেলে মেয়ে দের ক্রিমিনাল হিসেবে ভাবতে শুরু করি, আমি বলছি আমি ওহয়তো তাই করবো😀একটু বিশ্বাস করুন না…না সন্দেহ করতে বারণ করছি না করুন কিন্তু ওকে ওর অধিকার এর প্রাইভেসি টাও দিন, এই সময় এই কিন্তু আপনার বন্ধু হওয়াটা কাজে আসবে….. আর ফোন আর ডাইরি চেক করার মতো ছোটো মনোবৃত্তির কাজ গুলো করবেন না, এতে আপনি ওর চোখে অনেকটা পড়ে যাবেন যেটা আপনার জন্য ভাল নাও হতে পারে।

বাবা মা কে বলছি, ছেলে মেয়ে দের ওপর সব কিছু চাপিয়ে দেবেন না, চাপিয়ে দেওয়ার ফল কিন্তু ভয়ানক হতে পারে। “থ্রি ইডিয়ট ” কিন্তু আমরা সকলেই বেশ কয়েকবার দেখেছি মনে হয় কিন্তু কিছু শিখেছি কি?? মনে হয় না… কিন্তু এটাই বাস্তব। জানেন আপনার চাপিয়ে দেওয়া পথ টা নিয়ে সে কিন্তু ভালো থাকতে পারবে না কোনোদিন….

আসুন না আমরা সকলে ভালো বাবা মা হওয়ার আড়ালে ভাল বন্ধু হয়ে দেখাই🤗🤗আমাদের যুগে আমরা অনেকেই এসব এর স্বীকার হয়ে ও টীকে গেছি, কে জানে এই যুগের তাদের হয়তো অস্তিত্বের সংকটে পড়তে পারে……..

Leave a comment